প্রসঙ্গত, গত সোমবার দুপুরে সরকার দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর চৌধুরীর (বর্তমান মেয়র) পক্ষে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় তাঁর তিন কর্মীকে পেটানোর অভিযোগ এনে চকরিয়া থানায় একটি মামলা রুজু করেন। নৌকার প্রার্থী নিজে বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াবুল হক ও তাঁর কর্মী ১৬ আত্মীয়-স্বজনের বিরুদ্ধে ওইদিনই থানায় মামলা রুজু করেন।
আগাম জামিনের সত্যতা নিশ্চিত করতে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. শাহীন হাওলাদার আজ রাতে কালের কণ্ঠকে বলেন, ‘চকরিয়া থানায় রুজু হওয়া মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে জিয়াবুল হকসহ ১২ জনকে আগাম জামিন দেওয়া হয়। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তাদেরকে ৮ সপ্তাহের আগাম জামিন দেন।’
তিনি বলেন, এই বিজয় প্রাথমিক বিজয়। জনগণের ভোটাধিকার রক্ষার জন্য আমার জীবন থাকতেও নির্বাচন থেকে পিছ পা হব না।’ মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে সরানো যাবে না।
তিনি আরো বলেন, শুরু থেকে নৌকার মেয়রপ্রার্থী আচরণ বিধি ভঙ্গ করে আসছে। অস্ত্রের মহড়া দিয়ে মিছিল করেছে। এসব বিষয়ে তিনি লিখিত অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন। তিনি আরো অভিযোগ করেছেন নৌকার প্রার্থী এখনো উন্নয়ন প্রকল্পের কাজে উদ্বোধনের নামে নির্বাচনী প্রচারনা চালিয়ে নিয়ম ভঙ্গ করে যাচ্ছে । তিনি এসব বিষয়ে দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc