আজ, শনিবার | ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া বুক্স ফেয়ারের আনন্দ ভ্রমণ যেন লেকচার পাবলিকেশন্স লিঃ মিলনমেলা

বিশেষ প্রতিবেদক:

প্রতিটি মানুষ তার কর্মস্থল জীবনের অবসাদ গুলো দূর করার জন্য নিজের আপনজন বা বন্ধুদের নিয়ে ঐতিহাসিক কোন স্থান অথবা দর্শনীয় কোন জায়গায় ভ্রমন (পিকনিক) করতে যায়। পিকনিক করার মাধ্যমে তারা বিনোদন জগতের সুযোগ লাভ করে থাকেন এবং বন্ধু-বান্ধব প্রিয়জনদের সাথে একটি আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। তারই ধারাবাহিকতায় সকলের মাঝে পিকনিকের মত কিছুটা আনন্দ উপহার দিতে সবাইকে নিয়ে এই ছোট্ট আয়োজন।
প্রকৃতিক সৌন্দের্যের অভয়ারন্য বান্দরবান। কর্মস্থলের সহযোগী, ব্যবসায়ীক বন্ধু, সহযাত্রী এবং লেকচার পাবলিকেশন্স এর চট্টগ্রাম দক্ষিনের সর্বোচ্চ দ্বায়িত্বশীল ভাইয়েরা, যাদের উপস্থিতি এবং প্রাঞ্জল ভাষায় অভিমত আর অভিজ্ঞতা শেয়ার এই আয়োজনকে আরো আলোড়ন এনে দিয়েছে ।
যাদের মধ্যে অন্যতম; আরিফুল হক রুবেল
সেইলস এন্ড মার্কেটিং ম্যানেজার, জেনারেল বিভাগ চট্টগ্রাম দক্ষিন, লেকচার পাবলিকেশন্স লিঃ,
শেখ আতাউর রহমান, আউটার চট্টগ্রাম, এরিয়া ম্যানেজার, লেকচার পাবলিকেশন্স লিঃ,
সুজন সেন, এরিয়া ম্যানেজার কক্সবাজার এবং মোহাম্মদ মনির হোসেন এরিয়া ম্যানেজার চকরিয়া, বান্দরবান লেকচার পাবলিকেশন্স লিঃ।
লেকচার পাবলিকেশন্স লিঃ জানান, প্রতিটি ব্যাবসায়িক ভাইদের আতিথেয়তা প্রদান ছিল আমাদের চেষ্টার সর্বোচ্চ আমন্ত্রিত মেহমানদের আপ্যায়নে আমরা যতাসাধ্য সচেতন ও স্বচেষ্টায় আত্মনিয়োগ ছিলাম। এরপরও অধিকতর অতিথীর উপস্থিতির চাপ সামলে সময়ের ক্যালকুলেশনে আমাদের এই আয়জনে বাড়তি রং ছড়িয়েছে।
আমাদের এই আয়োজনের অন্যতম মূল উদ্ব্যোক্তা ছিলেন; ইঞ্জিনিয়ার ইফতেখার ইবনে গিয়াস রিমন,
এজিএম, লেকচার পাবলিকেশন্স লিমিটেড।
যার অনুপস্থিতি আর দিকনির্দেশনামূলক অভিমত শেয়ার সবাই মিস করেছি ।
ধন্যবাদ, সবাইকে , সহযোগী, সহযাত্রী, বন্ধু ও ব্যাবসায়ীক ভাইয়েরা, আপনাদের মূল্যবান সময়টুকুন এড়িয়ে আমাদের ছোট্ট আয়োজনে অংশ গ্রহণ করার জন্য ।
আগামীতে এর চেয়ে আরো সুন্দর ও আলোচিত প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেওয়ার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
প্রোগ্রাম আয়োজনে: বুক্স ফেয়ার লাইব্রেরী,
এম গিয়াস উদ্দিন, স্বত্তাধীকারী, সিটি সেন্টার চকরিয়া।
স্পেশাল ধন্যবাদ; হাফেজ মোহাম্মদ আমির হোসাইন
সিনিয়র মার্কেটিং অফিসার, লেকচার পাবলিকেশন্স লিঃ মাদ্রাসা বিভাগ। যার সার্বিক তদারকি ও সহযোগিতার মাধ্যমেই এই আয়োজনের সুন্দর একটা সমাপ্তি হল ।
পার্শ সহযোগী ভূমিকায় ছিলেন- মোহাম্মাদ রমজান আলী- হক লাইব্রেরী ঈদ্গাহ, সভাপতি বাপুস ঈদগাহ উপজেলা শাখা, মোহাম্মদ কফিল উদ্দিন- জমজম লাইব্রেরী চকরিয়া, সেক্রেটারী বাপুস চকরিয়া উপজেলা শাখা, মোহাম্মদ বাকি বিল্লাহ- বিছমিল্লাহ লাইব্রেরী কক্সবাজার, সভাপতি বিছমিল্লাহ বিজনেস ফোরাম চকরিয়া, মোহাম্মদ রুহুল আমিন- স্টুডেন্টস লাইব্রেরী কক্সবাজার, সেক্রেটারী বিছমিল্লাহ বিজনেস ফোরাম চকরিয়া, মোহাম্মদ মুজিব মোস্তাফা কামাল- পরিচালক ইসলামিয়া লাইব্রেরী চকরিয়া, মোহাম্মদ ফরহাদ হোসেন- স্বত্তাধীকারী, নিউ ফেমাস লাইব্রেরী
কেরানীহাট। সার্বিক সহযোগিতায়- বিসমিল্লাহ বিজনেস ফোরাম, ইসলামিয়া লাইব্রেরী, জমজম লাইব্রেরী ও বুক্স ফেয়ার খুচরা বিক্রয় কাউন্টার এর স্ট্যাপবৃন্দ, যাদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞ।