আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী সন্ত্রাসী সাজ্জাত গ্রেফতার

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ায় হত্যার চেষ্টা, হুমকি সহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী সন্ত্রাসী মোঃ সাজ্জাতকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের সাবেক মেম্বার নুরুল কবিরের পুত্র।  চকরিয়া থানার এসআই সরওয়ার জাহান মেহেদীর নেতৃত্বে পুলিশদল ১৫ সেপ্টেম্বর বিকেলে ছিকলঘাট ষ্টেশন এলাকায় এ অভিযান চালায়।
জানাগেছে, অভিযুক্ত ও ধৃত সাজ্জাত কৈয়ারবিলের সাবেক চেয়ারম্যান মরহুম শহীদ হোসাইন চৌধুরীর পরিবারের সদস্যদের মুঠোফোনে প্রাণে হত্যাসহ অস্ত্র শস্ত্র নিয়ে জমি জবর দখলের হুমকি প্রদান করেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুঠোফোনে সে নিজেকে বড় সন্ত্রাসী পরিচয় দিয়ে বনবিভাগের কর্মকর্তাদের গণহারে কোপানোর হুমকিও দেন। অভিযুক্ত সন্ত্রাসী সাজ্জাতের বিরুদ্ধে স্থানীয় আনোয়ার হোসেন কালু বাদী হয়ে মামলা নং ৯/২০ এর ১নং আসামী। ছিকলঘাট রুস্তম আলী চৌধুরী পাড়ার মহিউদ্দিন বাদী হয়ে মামলা নং ২, জিআর ২৮২//২১ এর ১নং আসামী ও আবুল কাসেম বাদী হয়ে চিরিঙ্গা জনতা টাওয়ারে হামলার ঘটনায় মামলা ৭, জিআর ১০২/২১ আসামীসহ একাধিক মামলা রয়েছে। সে কৈয়ারবিল, কাকারা, লক্ষ্যারচর, বানিয়ারছড়া ও ইসলামনগরে অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল, নিজের কাছে রক্ষিত অস্ত্র নিয়ে জমি দখলে সন্ত্রাসী হিসেবে ভাড়ায় যাওয়া সহ নানান ধরণের অপরাধ সংঘঠিত করে আসছে।
চকরিয়া থানার ওসি শাকের মোঃ যুবায়ের বলেন, অভিযুক্ত সাজ্জাতের বিরুদ্ধে পরোয়ানা সহ একাধিক মামলা রয়েছে। এসব মামলা থাকার পরও একটি পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করায়  তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টীম কাজ করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।