শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডের দুই বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলা বড়ঘোপ ইউনিয়নের
নয়াপড়া ৭ নং ওয়ার্ডে খাদ্য গুদামের পাশে এ দূর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের নাম রুপন দাশ (৩৫), নয়াপড়া এলাকার বাবুল দাশের পুত্র অন্যজন হলেন, আশিষ দাশ (৪৫) সে একই এলাকার বীরুমহোন দাশের পুত্র। স্থানীয় শিক্ষক বাবু হরি মোহন দাশ নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ আগষ্ট) বিকাল সাড়ে ৩ টায় অগ্নিকাণ্ডে আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায় , বিকাল সাড়ে ৩ টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের নয়াপড়া ৭ নং ওয়ার্ডে বসতবাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা স্থানীয়দের।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই পুড়ে ছাই হয়ে গেছে মূল্যবান আসবাবপত্র। এতে ২টি বসতবাড়িতে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দীন ছোটন । তিনি ক্ষতিগ্রস্ত রুপন দাশ এবং আশিষ দাশকে ২টি ৫০ কেজি চালের বস্তা প্রদান করেন। সহয়তার জন্য ইউএনও বরাবর দরখাস্ত করে দিবে বলে আশ্বাস দেন ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc