আজ, শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়ায় পলাতক আসামি গ্রেফতার

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কুতুবদিয়ার বড়ঘোপ আরব সিকদার পাড়ায় অভিযান চালিয়ে বেলাল হোসেন প্রঃ বেলাল ড্রাইভার (৫০) নামে ননজি.আর মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সে ওই এলাকার মৃত বদিউল আলমের পুত্র এবং ননজি.আর মামলা নং-৫৬৯/২১-এর পলাতক আসামি।

কুতুবদিয়া থানার কর্মকর্তা ওসি ওমর হায়দার জানান, ননজি.আর মামলা নং-৫৬৯/২১ বেলাল হোসেন প্রঃ বেলাল ড্রাইভার (৫০) ননজি.আর মামলার দীর্ঘদিন পলাতক ছিলো।

গত ২০ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে গ্রেফতারপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

  আরো সংবাদ