আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



বর্ষীয়ান রাজনীতিবীদ ছৈয়দ আহমদ কুতুবী আর নেই

নিজস্ব প্রতিবেদক ঃ
বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, লেমশীখালী ইউনিয়ন পরিষদ এর প্রতিষ্ঠাতা চারবারের নির্বাচিত চেয়ারম্যান, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ এর প্রায় ৩২ বছর দায়িত্ব পালনকারী সভাপতি ও ৪ বছরের সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা আওয়ামী লীগ এর উপদেষ্ঠা পরিষদের সদস্য ছৈয়দ আহমদ কুতুবী প্রকাশ ‘ছৈয়দ চেয়ারম্যান’ মঙ্গলবার (১৭ আগষ্ট) সকাল পৌনে ১১ টায় তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের ছেলে লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতিকের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো.রেজাউল করিম জানান, বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। আছরের নামাজের পর (৬ টার সময়) গাইনেকাটা পারিবারিক কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
গতকালও ক্ষমা প্রার্থনা করে হাসপাতালে চিকিৎসাধীন বাবার পক্ষে কক্সসবাজার জেলাবাসী সহ সকল শুভাকাঙ্ক্ষীদের মনে কোন প্রকার জানা ও অজানা কারণে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন। একই সাথে রোগ মুক্তির জন্যও দোয়া কামনা করেছিলেন।

এদিকে, বর্ষীয়ান এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ কুতুবদিয়ার সর্বত্রে শোকের ছায়া নেমে এসেছে।