আজ, বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞার পরও পৌর সচিবের নেতৃত্বে জমি জবর দখল করে বহুতল ভবন নির্মাণ চেষ্টা

কফিল উদ্দিন, চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া পৌরসভার সবুজবাগ আবাসিক এলাকায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পৌর সচিব মাসউস মোর্শেদের নেতৃত্বে সন্ত্রাসী ভাড়ায় এনে প্রকাশ্য দিবালোকে জমি জবর দখল বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। এদিকে, জমিতে সকল প্রকার স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে এবং অবাধ্য হয়ে কাজ করলে থানার ওসিকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চকরিয়ার সিনিয়র সহকারী জজ আদালতের বিজ্ঞ বিচারক (সিনিয়র সহকারী জজ)। চলতি ৯জানুয়ারী’২৫ ইং এই আদেশ দেন। এরপরও ২০ জানুয়ারী বিকেলে চকরিয়া থানার উপপরিদর্শক জাকির হোসেন পৌর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অভিযুক্তদেরকে কাজ বন্ধ রাখতে আদালতের নির্দেশে নোটিশ জারি করেন।জমি মালিক চকরিয়া পৌরসভা ৮নং ওয়ার্ডের ষ্টেশন পাড়ার বাসিন্দা মৃত নুর আহমদের পুত্র মোহাম্মদ হোসাইন বাদী হয়ে মামলাটি (নং অপর- ২১০/২০২৪) করেন।
ইতিপূর্বে হামলা, খুন গুমসহ মিথ্যা মামলা দিয়ে হয়রাণী ও ঘরছাড়া করার হুমকি ধমকি দেয়ার  ঘটনায় অভিযুক্ত সাবেক মেয়র আলমগীর চৌধুরী ও পৌর সচিব মাসুদ মোর্শেদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করেন।

অভিযোগে জানায়, সবুজবাগ আবাসিক এলাকায় চিরিঙ্গা মৌজার আর,এস খতিয়ান নং-৭১, আর,এস দাগ নং-৮২ বি,এস খতিয়ান নং-১১৫, বি, এস দাগ নং-৫৩ এর অধিকাংশ জমি মালিক মৃত নুর আহমদের পুত্র মোহাম্মদ হোসাইন। তার  পৈত্রিকভাবে প্রাপ্ত ও সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রিভিউ পর্যন্ত ডিক্রি পাওয়া জালিয়াতির মাধ্যমে সৃষ্ট দলিল স্বত্ব বহন না করায় চকরিয়া পৌরসভা পক্ষে তৎকালীন চেয়ারম্যান (মেয়র) আনোয়ারুল হাকিম দুলাল এর নামীয় সৃজিত বিএস ৫৭৮নং খতিয়ান সহকারি কমিশনার (ভূমি) চকরিয়া বাতিল করে দেন।  যাহা আপিলেও সর্বোচ্চ আদালত মহামান্য হাইকোর্ট-সুপ্রীম কোর্ট পর্যন্ত বহাল রেখে আদেশ দেন।
চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া জানান, বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞার আদেশের আলোকে   নির্মানাধীন কাজ রাখতে নোটিশ দিয়ে নিষেধ করা হয়েছে। ##