আজ, বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



আমি শিক্ষাবিদ থেকে সফল কৃষি উদ্যোক্তা হতে চাই

আমি শিক্ষাবিদ থেকে সফল কৃষি উদ্যোক্তা হতে চাই
কক্স টিভিকে দেয়া সাক্ষাৎকারে সাবেক অধ্যক্ষ ক্য থিং অং
কক্সবাজার শিক্ষাঙ্গনের প্রবাদ পুরুষ শিক্ষাবন্ধু ক্য থিং অং কক্সবাজার সিটি কলেজ থেকে ১৫ জানুয়ারী ২০২৫ তারিখ অবশেষে বিদায় নিলেন। বিদায়ের পর ১৬ ও ১৭ জানুয়ারী দুই দিন অতিবাহিত করলেন নিজ কৃষি খামারবাড়ি রামুর পানের ছড়ায়। দিন শেষে বাড়ি ফিরে ভক্ত অনুরাগীদের কাছে গত ২৫ বছর কক্সবাজার সিটি কলেজে অধ্যক্ষ হিসাবে কি ভাবে সময় অতিবাহিত করেছেন তার হিসাবের ফিরিস্তি তুলে ধরছিলেন। এসময় সাংবিদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাড়ি আর কলেজ ছাড়া এই ২৫ বছরে আমার আলাদা কোন জগৎ ছিল না। এমনকি ষথাষত ভাবে সময় দিতে পারিনি আপন পরিবার পরিজনসহ নিকটাত্মীয়দের।এবার অন্তত সে ঘাটতি পূরণ করা ষেতে পারে। সামাজিক কাজকর্মে নিজেকে মনোনিবেশ করতে পারবো। তিনি আরো বলেন,আমি শিক্ষাবিদ থেকে সফল কৃষি উদ্যোক্তা হতে চাই। আমি জানি, সে ক্ষেত্রে ও আমি সফল হবো। ২৫ বছর অধ্যক্ষ হিসাবে যেভাবে দিন কেটেছে, অনুরূপ ভাবে একজন কৃষি উদ্যোক্তা হিসাবে জীবনের শেষদিন পর্যন্ত কেটে যাবে। ভবিষ্যতে রাজনীতিতে আসবেন কীনা।এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমি রাজনীতির মানুষ নই। আমাকে দিয়ে এ কাজ হবে না। রাজনীতির বাইরে গিয়ে সামাজিক কাজ করতে বাঁধা কোথায়? রাজনীতির বাইরে থেকেও মানুষের জন্য কাজ করা যায়। রাষ্ট্রের কল্যাণকর কাজে অবদান রাখার অনেক সুযোগ আছে।
তিনি আরো বলেন কলেজে এই সময়টা আমি দারুন ভাবে এনজয় করেছি। কঠিন পরিস্থিতিতে ও সততা দক্ষতা, যোগ্যতার সবটুকু দিয়ে এই কলেজকে উন্নত সমৃদ্ধ প্রতিষ্টান হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছি।কারণ ৫ একর জায়গার উপর প্রতিষ্টিত কলেজের ইট পাথর থেকে শুরু করে সব কিছুতে আমার হাতের ছোঁয়া লেগে আছে।তাই পরম মমতায় আমার জীবন যৌবনের গুরুত্বপূর্ণ অধ্যায় কেটে গেছে কক্সবাজার সিটি কলেজকে ঘিরে।
কক্সবাজার সিটি কলেজের দৃষ্টিনন্দন ক্যাম্পাসকে আমি সম্পূর্ণ রাজনীতি মুক্ত রেখেছি।এ কাজে আমাকে সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী আমাকে সার্বিক সহযোগিতা করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন এইচ এম ফরিদুল আলম শাহীন, এ কে এম রিদওয়ানুল করিম। সাথে ছিলেন মোঃ হাসান।