আজ, শুক্রবার | ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



বাঁশখালীতে জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মোঃ বাকি বিল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁহার পরিবারের সদস্যদের ৪৬তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আরব শাহ জমিদার বাড়ির সামনে জলকদর খালের পাড়ে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক (সিনিয়র) সহ-সভাপতি মোঃএরশাদুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম উপকমিটির বিশেষজ্ঞ প্যানেলের সদস্য মওলানা আরিফুর রহমান চৌধুরী, পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফৌজুল কবির ফজু, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হোছাইন মোহাম্মদ, হামিদ হোসাইন, সাবেক ছাত্রলীগ নেতা এম এ তৈয়ব,পুঁইছড়ি কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, নোমান কাদের চৌধুরী,আওয়ামী লীগ নেতা আক্তার,বাবুল,নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোরশেদ, ছাত্রলীগ নেতা ওসমান, শফিক প্রমুখ।