আজ, শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন আহবায়ক কমিটি

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঈদগাঁও উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির জেলা শাখার সভাপতি উজ্জ্বল কর এবং সাধারণ সম্পাদক বেন্টু দাশের স্বাক্ষরে এ কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিকে ১৫/৩/২৪ ইংরেজি তারিখ হতে পরবর্তী ৯০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
একই সাথে ইতিপূর্বে ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদ কর্তৃক বাতিলকৃত ইউনিয়ন কমিটি সমূহ সপদে বহাল থাকবে বলে জানানো হয়।
গঠিত কমিটিতে সুমন কান্তি দে কে আহবায়ক এবং জিকু দাশ সুব্রত কে সদস্য সচিব করা হয়েছে। আহবায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন আপন কান্তি দে, বাবুল রুদ্র, পলাশ কান্তি দে, টিটু কান্তি দে, বিশ্বজিৎ চৌধুরী, মিঠুন আচার্য্য, লিটন দাশ, প্রণব কান্তি দে, রাজু কান্তি দে, বিমল দে লাতু, দিলীপ কান্তি দে, সুজিত ধর, টিটু পাল, রূপনা পাল, প্রিয় রঞ্জন দে, সুমন পাল সুজয়, প্রিয়লাল দাশ, টিংকু দত্ত ও নয়ন দাশ কৌশিক।