আজ, রবিবার | ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়া জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

গত ২৩ অক্টোবর দৈনিক বাঁকখালী ও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে “চকরিয়া থানায় আটক যুবলীগ নেতাকে ছেড়ে নিলো জামায়াত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে । প্রকাশিত সংবাদটি পরিকল্পিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সংবাদের শিরোনামে জামায়াতে ইসলামীর কর্মী ওয়াসিমকে যুবলীগ নেতা পরিচয় দিলেও ভিতরের অংশে আবার আওয়ামী লীগ যুবলীগের কোন পদ পদবীতে না থাকার কথা লিখে। জামায়াতের প্রত্যয়নে ইউনিট সেক্রেটারী লিখলেও সংবাদে ওয়ার্ড সেক্রেটারী বলে চালিয়ে দেয় । পুরো সংবাদ মিথ্যা ও অসংগতি তথ্যে ভরপুর। এরদ্বারা প্রতিয়মান হয় যে সংবাদের প্রতিবেদক হারবাংয়ে জামায়াতে ইসলামীর জনমুখী কাজে ঈর্ষান্তিত হয়ে তথ্য সন্ত্রাস করেছেন। প্রকুত বাস্তবতা হচ্ছে, স্থানীয় ইউপি মেম্বার শফি আলমের সাথে ওয়াসিমের ব্যাক্তিগত ও পারিবারিক দ্বন্দ্ব ছিল বহু আগে থেকে । সে কারণে জামায়াতের কর্মী ওয়াসিমকে যুবলীগ নেতা পরিচয় দিয়ে আওয়ামী লীগ কোটায় চকরিয়া থানায় ধরিয়ে দেয় । খবর পেয়ে হারবাং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী জোনাইদ সিকদার, হারবাং সাংগঠনিক ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়াবুল, পেকুয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলী হোসাইন মোজাহিদ, স্থানীয় ইউনিট সভাপতি হাশেম সওদাগর জামায়াত কর্মী ডাক্তার সাইফুল সহ হারবাং ইউনিয়নের অসংখ্য বিএনপি-জামায়াতের নেতা-কর্মী গিয়ে থানাকে বিষয়টি সঠিক বুঝিয়ে ছেড়ে নিয়ে আসে। আমরা এমন বিভ্রান্তিকর তথ্য ও মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল মাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রতিবাদকারী,
মোহাম্মদ জোনাইদ সিকদার
সেক্রেটারী,বাংলাদেশ জামায়াতে ইসলামী হারবাং ইউনিয়ন (এমারত) শাখা।