আজ, শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ

 

জুভেনাইল ভয়েস ক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিস্তারিত কক্স টিভির প্রতিবেদনে।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত
সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। এডভোকেট জসিম উদ্দীন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৪ এ বিনা প্রতিদ্বন্ধীতায় জয় লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

আজ বুধবার দুপুরে জেলার বৃহত্তম ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের (জেভিসির) কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের নেতৃবৃন্দরা সভাপতি একেএম রিদওয়ানুল করিম ও সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়ার নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে ক্রীড়া সংস্থার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সহ সভাপতি অধ্যক্ষ জসীম উদ্দিন, সহ সভাপতি অধ্যাপক জসীম উদ্দিন, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাহিদ ইফতেখার, সদস্য খালেদ আজম বিপ্লব, সদস্য আলী রেজা তছলিম, সদস্য আশরাফুল আজিজ সুজন, সদস্য ওমর ফারুখ ফরহাদ, চাইনিজ উশু স্কুল কক্সবাজার ‘র সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন। জুভেনাইল ভয়েস ক্লাবের সহসভাপতি মোঃ কামরুল হুদা সোহেল, দক্ষিণ ডিককুল যুব উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আবুল কাশেম, জেভিসির প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ সরওয়ার আলম সাকিব, ক্রীড়া সম্পাদক মোঃ আল আবিদ, সদস্য মোঃ আকবর খান প্রমুখ।
মতবিনিময়কালে সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জুভেনাইল ভয়েস ক্লাবের সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সহযোগিতা দিয়ে পাশে থাকার কথা জানান।