আজ, বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় নির্বাচনে ট্রাক সমর্থকদের অনিয়মে বাধা দেওয়ায় আনসার সদস্যকে মারধর ও প্রাণনাশের হুমকি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা আসুস সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বপালনকালে সাইফুল ইসলাম নামে এক আনসার সদস্যকে মারধর ও শারিরীকভারে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গত রবিবার নির্বাচনে দায়িত্বকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুল ইসলাম বাদী হয়ে জেলা কমান্ড্যান্ট এর বরাবরে একটি আবেদন করেছেন। আবেদনে তিনি দাবী করেন, ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে উপজেলার কোনাখালী মরংঘোনা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছি। দুপুর তিনটার দিকে ট্রাক প্রতিকের ভাড়া করা সন্ত্রাসীরা ০১, ০২ ও ০৩ নং মহিলা বুথে ঢুকে জোরপূর্বক প্রবেশ করে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন। আমি ফোর্স নিয়ে এর প্রতিবাদ করলে সন্ত্রাসীরা আমাদের মারধর করে আহত করে। এ বিষয়ে দায়িত্বরত প্রিসাইডিং অফিসার মো. নুরুল হায়দার ভোটের কার্যক্রম স্থগিত করেন। আমি ওই এলাকার স্থায়ী বাসিন্দা হওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিচ্ছে। এ বিষয়ে আমি ও আমার পারিবারের লোকজন হুমকির মধ্যে রয়েছে।
এ ঘটনায় তদন্তসাপেক্ষে তিনি সুষ্টু বিচার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবী জানান আনসার সদস্য সাইফুল ইসলাম। ##