আজ, রবিবার | ৩রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ



সুন্দর ও পরিচ্ছন্ন জীবনের জন্য স্কাউটিং

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যে ঈদগাঁওতে আজ ৩৬৪ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে
বাংলাদেশ স্কাউটস ঈদগাঁও উপজেলা
এ কোর্সের আয়োজন করেছে।
বাংলাদেশ স্কাউট জেলা শাখার সহযোগিতায় এবং বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের পরিচালনায় এ অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। সভাপতিত্ব করেন পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। কোর্স পরিচালনা করেন মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসীম উদ্দীন। কোর্সের স্টাফ ছিলেন স্কাউট কর্মকর্তা এহেসানুল ইসলাম, নুরুল আমিন এবং আব্দুল মজিদ খান।