আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ার ডুলহাজারায় নেজাম উদ্দীন(৩০)নামে এক যুবককে একটি দেশীয় তৈরি লম্বা অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ১৯ নভেম্বর সন্ধা সাড়ে ৬ টার দিকে উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে এ যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেজাম ভিলজারপাড়া ৮নং ওয়ার্ড এলাকার আবুল খায়েরের ছেলে।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানায়,যোগদানের পরথেকে অস্ত্র ও মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।তারই ধারাবাহিকতায় সোমবার সন্ধায় ডুলাহাজারায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি অস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে আটক করা হয়।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।পুলিশের এ কর্মকর্তা আরো জানায় এই অভিযান অব্যাহত থাকবে।