চকরিয়া প্রতিনিধা
চকরিয়ায় রাতের আঁধারে এক অসহায় পরিবারের বীজতলার লবন পানি ছিটিয়ে প্রায় ৪০ হাজার পিস মরিচ ও কপি চারা নষ্ট করে দিয়েছে দূর্বৃত্তরা। ৯ই অক্টোবর (মঙ্গলবার)গভীর রাতে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ড ভরন্যারচর গ্রামে এ ঘটনাটি সংঘঠিত হয়েছে।
এধরণের অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত বীজতলার মালিক কৃষক মোঃ ইব্রাহিম । তিনি ওই গ্রামের জহির আহাম্মদের পুত্র ।
তিনি জানান, চলতি মৌসুমে সবজি মরিচ ও কপি চাষের জন্য ক্ষেত ও বাড়ি পাশ্ববর্তী বীজতলা তৈরী করেন। আকর্ষ্মিকভাবে রাতের আধারে একদল দূর্বৃত্ত বীজতলায় লবনের পানি ছিটিয়ে তার প্রায় ৪০ হাজার পিস মরিচ ও কপির নার্সারী নষ্ট করে দিয়েছে। যার অনুমানিক মূল্য ১লাখ ২০ হাজার টাকা। তিনি এ জন্য প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে বীজতলা নষ্টকারী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আহবান জানিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় কৈয়ারবিল ইউপি ৪নং ওয়ার্ড ভরন্যারচর এর এমইউপি মোজাহের আহমদ। স্থানীয়রা এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কৈয়ারবিলে এ ধরণের ঘটনা যেন আর না ঘটে তার জন্য সচেতন হওয়ার আহবানসহ ক্ষোভ প্রকাশ করেছেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc