আবদুল মজিদ, চকরিয়াঃ
ওয়ালটন প্লাজা চকরিয়া থানা রাস্তার মাথাস্থ শোরুমে কিস্তিতে ফ্রিজ ক্রেতা ব্যতিক্রমধর্মী এক মরণোত্তর আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ১২জুলাই দুপুর ১২টায় অনুষ্টিত হয়েছে।
ওয়ালটন প্লাজা চট্টগ্রাম রিজিওন ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবিন খান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার। বিশেষ অতিথি চকরিয়া পৌরসভা ৪নং ওয়ার্ড কাউন্সিলর জাফর আলম কালু,কক্সবাজার জোন ক্রেডিট ম্যানেজার মনিরুল ইসলাম, মার্কেটের স্বত্তাধিকারী মোহাম্মদ হোসাইন মাছুম, চকরিয়া ওয়ালটন প্লাজা শাখা পরিচালক মোঃ জুয়েল। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কক্সবাজার রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সম্প্রতি বর্জপাতে নিহত ওয়ালটন প্লাজার কিস্তি ক্রেতা বদরখালীর মৃত হালিমা আক্তারের নমিনী রমজান আলীর হাতে মরণোত্তর ৬৮ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেয়া হয়। তিনি 40308 টাকা দামে কিস্তিতে ফ্রিজ ক্রয়ের সময় 13000টাকা ও পরবর্তীতে ৫হাজার টাকা পরিশোধ করেন। তাহার প্রদেয় কিস্তি এবং ফ্রিজের টাকা মওকুপসহ প্রথম বারের মত মরণোত্তর পরিশোধ করে প্রশংসিত হয়েছেন। এ প্রকল্পে ৩লক্ষ টাকা পর্যন্ত কিস্তি ক্রেতা সহায়তা সুবিধা রয়েছে।এছাড়া কিস্তি ক্রেতা কার্ড নিয়ে বিভিন্ন হাসপাতালে ডিসকাউন্ট চুক্তি হয়েছে।সেখানে কার্ড দেখালে ডিসকাউন্ট সেবা পাবেন গ্রাহকরা।
এছাড়াও কিস্তি ক্রেতা মৃত সৈয়দ আহমদ এর নমিনি তার স্ত্রী সেলিনা আক্তারের হাতেও একই নিয়মে মরনোত্তর সহায়তা শীঘ্রই প্রদান করা হবে বলে জানিয়েছেন ওয়ালটন প্লাজা কর্মকর্তারা।###
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc