আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ার ভেওলায় জমি দখলে বাধা দেয়ায় হামলা, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ও ব্যবসায়ীসহ আহত ৪

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারে চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ফজু-মিয়াজির চর গ্রামে জমি জবর দখলে বাধা দেয়ায় সন্ত্রাসী হামলায় স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র ও ব্যবসায়ীসহ ৪জনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ৭জুলাই সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

অভিযোগ উঠেছে; ওই গ্রামের বাসিন্দা বেতুয়া বাজারের ব্যবসায়ী মোঃ নাজেম উদ্দীন গংয়ের ভোগ দখলীয় ও মালিকানাধীন জমি দীর্ঘদিন ধরে একাধিক মামলার আসামী কাইছার উদ্দীন গং জোরপূর্বক জবর দখলে পায়তারা চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় পূর্বপরিকল্পিতভাবে একই গ্রামের বাসিন্দা একাধিক মামলার আসামী কাইছার উদ্দীনের (প্রকাশ লামার ছাগল চোর)নেতৃত্বে তার ভাই নোমান, এরশাদ উল্লাহ, ভাতিজা ঈমন, বেলাল উদ্দীনের ছেলে রাকিবসহ সন্ত্রাসী বাহিনী নিয়ে ধারালো রাম দা, লোহার পাইপ ও মারাত্মক সামগ্রী নিয়ে জমি জবর দখলে হামলা চালায়। এতে জমি মালিক ব্যবসায়ী মোঃ নাজেম উদ্দীন বাধা দিলে হামলায় নাজেম উদ্দীন গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে তার প্রবাসী ভাই মোতাহের উদ্দীনের কলেজ পড়ুয়া ছেলে মোঃ সাজ্জাদ, স্কুল পড়ুয়া মোঃ তৌহিদ ও মনির আলম এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত একজনের ব্রেইনে মারাত্মক জখমপ্রাপ্ত হওয়ায় তাহাকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছেন। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।