জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে সাপ্তাহ ব্যাপী পারিবারিক সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ সরকারের নিবন্ধনকৃত জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজ সেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার সদর এর সহযোগিতায় সাপ্তাহ ব্যাপী পারিবারিক সবজি চাষ বিষয়ে প্রশিক্ষণ কোর্স ২০২৩ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।১২ মার্চ ২০২৩ তারিখ বিকাল ৩ ঘটিকায় বাংলাবাজার মডেল গার্লস স্কুলে উদ্বোধন অনুষ্ঠানে ক্লাবের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি একেএম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার এর উপ পরিচালক মোঃ আঃ সালাম শিকদার। প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের উপ- আঞ্চলিক প্রকৌশলী মুহাম্মদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পিএমখালী ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম সোহাগ। এতে আরো সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর কক্সবাজার সদর এর সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, বাংলাবাজার মডেল গার্লস স্কুলের পরিচালক জনাব দিদারুল আলম, একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জমির উদ্দিন খোকন, উপ সহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম। জুভেনাইল ভয়েস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সহ সভাপতি নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক সরওয়ার আলম সাকিব প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানে পারিবারিক সবজি চাষ বিষয়ে বিভিন্ন এলাকা থেকে প্রশিক্ষণে অংশ নেয়া ৬০ জন প্রশিক্ষণার্থী, ক্লাব সদস্যবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc