আজ, শুক্রবার | ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাবের ক্রেস্ট সম্মাননা পেলেন তরুণ সমাজ সেবক আব্দুল হক


প্রেস বিজ্ঞপ্তি ঃ কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২৩ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক পেলেন তরুণ সমাজসেবক আব্দুল হক।
৭ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকায় লিংকরোডস্থ ক্লাব কার্যালয়ে এ সম্মfননা স্মারক প্রদান করা হয়। ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এ.কে.এম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী মেহেরাজ আহমেদ, দৈনিক রুপালী সৈকত পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শেখ সেলিম, ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

সম্মাননা স্মারক গ্রহণ করার পর আব্দুল হক সমাজসেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করায় তিনি ক্লাবের সভাপতি একেএম রিদওয়ানুল করিম ও সাধারণ সম্পাদক কামরুল হুদা সোহেলসহ ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

  আরো সংবাদ