নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার পিএমখালীর চাঞ্চল্যকর মুর্শেদ হত্যা মামলার চার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ২৩ আগষ্ট মঙ্গলবার মামলার তদন্ত কারি কর্মকর্তা এসআই শফিউল করিম আসামিদের ৭ দিন রিমান্ড চাইলে যুক্তি তর্ক উপস্থাপন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং ৫ দিনের ভেতর রিমান্ড প্রতিবেদন দেওয়ার আদেশ করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -২ আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা।
আসামিরা হলেন বহিস্কৃত পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মামলার ৮ নং আসামি সিরাজুল মোস্তাফা আলাল, পিএমখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মামলার ১৩ নং আসামি মোহাম্মদ আক্কাস, ১৬ নং আসামি খুরশেদ আলম, বহিস্কৃত পিএমখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি মামলার ১১ নং আাসামি আরিফ উল্লাহ।
উল্লেখ্য যে সেচ প্রকল্পের জের ধরে গত ৭ এপ্রিল বিকেলে পিএমখালীর চেরেংঘর বাজারে ইফতারি কিনতে গেলে মোর্শেদের ওপর হামলা চালায় মালেক,আলাল, আরিফ উল্লাহ,মোহাম্মদ আক্কাস, খুরশেদ আলম সহ অন্তত ২৫-৩০ জন। পরে স্থানীয়রা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে এ ঘটনায় গত ৯ এপ্রিল তার ছোট ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনের নামে মামলা করেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc