আজ, শনিবার | ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার মর্তুজা শ্রীঘরে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপির ইসলামনগরে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলার (নং ১৪২১/২১, ধারা ৩০৭/৩২৪) গ্রেফতারী পরোয়ানাভুক্ত অভিযুক্ত আসামী মর্তুজা হোছাইনকে পুলিশ গ্রেফতার করেছে। চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমানের নেতৃত্বে অদ্য ৫জুলাই’২২ রাত ১১টার দিকে ইসলামনগর ষ্টেশন এলাকায় এ অভিযান চালায়। ধৃত মর্তুজা ওই এলাকার নজির হোছাইনের পুত্র ও চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশিদের ছোট ভাই।
অভিযোগে জানাগেছে, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী আফজলুর রহমান চৌধুরীর সমর্থক মামলার বাদী কৈয়ারবিল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মিয়াজি পাড়ার মো. শফির পুত্র মোহাম্মদ কালুকে কুপিয়ে ও পিঠিয়ে গুরুতর করে। ওই ঘটনায় আনোয়ার হোসেন কালু বাদী হয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা (নং সিআর ১৪২১/২১) দায়ে করেন। ওই মামলায় ধৃত আসামী মর্তুজা হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৩০৭/৩২৪ ধারার অপরাধ রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। আদালত তা আমলে নিয়ে প্রথমে সমন জারি পরবর্তীতে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। গ্রেফতার এড়াতে বিদেশ পালিয়ে গেলেও সম্প্রতি দেশে ফিরেন। পুলিশ গোপন সংবাদে উল্লেখিত আসামী এলাকায় অবস্থান করছেন এমন  খবর পেয়ে ৫জুলাই রাত ১১টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। পরে ৬জুলাই তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই ব্যাপারে চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, গ্রেফতারী পরোয়ানাভূক্ত ধৃত আসামী মর্তৃজা হোসেনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##