পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা জানাচ্ছি।
ঈদুল ফিতর’ মুসলিম জাতির জন্য আনন্দের দিন। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
প্রতিটি মানুষের হৃদয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
আসুন সবাই পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিনকে ভুলে গিয়ে, ঈদ-উল ফিতরের আনন্দ দেওয়ার চেষ্টা করি।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই ঈদের আনন্দকে মধুময় করতে, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলি।
ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা।
সবাই কে “ঈদ মোবারক’’।
শুভেচ্ছান্তেঃ-
আজিজুল ইসলাম সোহেল
সাধারণ সম্পাদক
চকরিয়া পৌর যুবলীগ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc