রেজাউর রহমান ঃ
চট্টগ্রাম রাইফেল ক্লাবে অনুষ্ঠিত জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা – ২০২২, উপ-অন্চল,চট্টগ্রাম বিভাগ থেকে ব্যাডমিন্টন ইভেন্টে একক এবং দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন
ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্রী আইনান তাজরিয়ান।তাজরিয়ান দুই ইভেন্টে চ্যাম্পিয়ন হয়ে ডবল ক্রাউন লাভ করে এবং পরবর্তীতে সিলেটের সহিত খেলার যোগ্যতা অর্জন। আইনান তাজরিয়ান
চট্টগ্রাম এক কিলোমিটার মহুরী বাড়ি নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা কাবেদুর রহমান কচি ও হাসনাত জাহান মেরীর তৃতীয় সন্তান। তাজরিয়ান কক্সবাজারের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ হাবিবুর রহমানের নাতনী।আইনান তাজরিয়ান মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোকরিয়া আদায় করে বলেন আমার এই অর্জনের পেছনে আমার পরিবার, কোচ,শিক্ষক সহ সকলের শুভাকাঙ্ক্ষীদের অবদান অনেক। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়।পাশা পাশি এই অর্জনের ধারাবাহিকতা যেন রাখতে পারে তার জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc