আজ, রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় নারী নির্যাতন ও বন মামলার আসামী আবুল হাসেম গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়ায় নারী নির্যাতন ও একাধিক বন মামলার আসামী মো: আবুল হাসেম (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। ৮ডিসেম্বর ভোরে হারবাং পুলিশ ফাঁড়ির এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে সংগীয় পুলিশ এ অভিযান চালায়। ধৃত আবুল হাসেম হারবাং ২নং ওয়ার্ডের দরগাহ মাজারের মৃত ফয়েজ আহমদ ফকিরের পুত্র।
পুলিশ সূত্রে জানাগেছে, ধৃত আবুল হাসেমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ১৪৩/২১) আদালতের গ্রেফতারী পরোয়ানা ছিল। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বনবিভাগের জমি জবর দখল ও বনের গাছ কাটার অভিযোগে দুইটি মামলাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওসমান গনি বলেন, ধৃত আসামী আবুল হাসেমকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।