নিজস্ব প্রতিবেদক ঃ
কক্সবাজারের পেকুয়ায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী একটি অস্ত্রসহ (এলজি) দুই কলেজ পড়ুয়া ছাত্রকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদে (২১ নভেম্বর) রবিবার রাত ৮টার দিকে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ কলেজ গেইট চৌমুহনীতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. মিজানুর রহমান (২১) ও শিলখালী ইউনিয়নের কাচারীমুড়া এলাকার আবুল বশরের ছেলে মোঃ মোর্শেদ (২৩)।
মিজানুর রহমান পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ ও মোর্শেদ চট্টগ্রাম পাহাড়তলী কলেজের শিক্ষার্থী।
পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রেকর্ড করা হবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc