চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল এক মহিলা ইউপি সদস্যেকে অনৈতিক প্রস্তাব দেয়ার কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এটি ভাইরাল হওয়ার পর থেকে উপজেলা জুড়ে তোলপাড় শুরু হয়। এটি এখন টকঅবদ্যা চকরিয়ায় পরিণত হয়েছে।
মঙ্গলবার রাতে একটি ফেসবুকের ওয়ালে চেয়ারম্যান ও মহিলা ইউপি সদস্যের ১৮ মিনিট ৫৭ সেকেন্ডের গোপন অডিও ভাইরাল হয়।
জানা গেছে, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালে ওই মহিলা ইউপি সদস্যের সাথে সখ্যতা গড়ে উঠে ইব্রাহিম খলিলের। ওই মহিলা ইউপি সদস্যের স্বামী প্রবাসে থাকায় তারা বিভিন্ন জায়গায় গিয়ে গোপনে দেখা করত। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে এ অনৈতিক সম্পর্ক চলে আসছে।
ইতিমধ্যে ৩য় দফায় ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের মনোনয়ন চেয়ে ইব্রাহীম খলিল জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডে দৌড়ঝাঁপ শুরু করেছেন। অডিও ক্লিপ ভাইরালের পর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তার বিভিন্ন অপকর্মকে আড়াল করে কক্সবাজার জেলা আওয়ামীলীগকে ম্যানেজ করে নৌকা প্রতিক বাগিয়ে নিতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিলের কাছে জানতে চাইলে তিনি বলেন, অডিও ক্লিপটি আমার নয়। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc