আজ, শনিবার | ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



কুতুবদিয়া প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

কুতুবদিয়া প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দুস্ত অসহায়দের মাঝে ত্রাণ, এতিমখান ও হাসপাতালে খাবার বিতরণ করা হয়।

রবিবার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় অফিসার্স ক্লাব মাঠে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে আরো বক্তব্য রাখেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর হায়দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শফিউল আলম কুতুবী, কুতুবদিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছফা (বি.কম), বীর মুক্তিযোদ্ধা পুলিন বিহারী দাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.লেনিন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, কুতুবদিয়া উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ চৌধুরী।

উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা.রেজাউল হাসান, সমাজসেবা কর্মকর্তা আমজাত হোছাইন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, আনসার ভিডিপির কর্মকর্তা ধনচরণ নাথ, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জামাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,কর্মচারী প্রমূক।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ঋণ বিতরণ, উপজেলা প্রশাসনের পক্ষে ৫৫ জন দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিমখানা ও কুতুবদিয়া হাসপাতালের রোগীদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।