এস.এম সাইফুল চৌধুরী
স্টাফ রিপোর্টার, কক্স টিভি, কক্সবাজার।
কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুরুশকুল মারকাতুজ তাহযীব মহিলা হিফ্জ মাদরাসায় উদ্বোধন সম্পন্ন করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে কাওয়ার পাড়া বাজার এলাকায় মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামিম মজুমদার।
বক্তব্যে তিনি বলেন, নারীদের অবশ্যই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তবেই আলোকিত পরিবার ও সমাজ গড়া সম্ভব।
খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দিন মাদরাসার মুহাদ্দিস মাওলানা রফিক উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন তেতৈয়া তাফহীমুল কোরআন আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম, উম্মে সালমা বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সুপার আলহাজ্ব মাওলানা মনছুর আলম আযাদ, মুনিরিয়া বাহারুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা নুরুল আবছার, গাজির ডেইল দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাঈল, মুনিরিয়া বাহারুল উলুম মাদ্রাসার সহ-সুপার মাওলানা হাবীব উল্লাহ, তেতৈয়া তাফহীমুল কোরআন আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মুফতি জয়নাল আবেদীন, তোতকখালী দারুল কোরআন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হেলাল উদ্দিন, বাংলাদেশ মুসলিম নিকাহ ও তালাক রেজিস্ট্রার সমিতির জেলা সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মনজুর আলম, তেতৈয়া তাফহীমুল কোরআন আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মোস্তাক আহমদ এবং মুনিরিয়া বাহারুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবদুর রহিম।
অনুষ্ঠানে অতিথি ছিলেন মাওলানা হারুন কুতুবী, হাফেজ মাওলানা আলী হায়দার, হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, মাওলানা ফয়েজ উল্লাহ, মাওলানা আরিফ উল্লাহ, শায়খ ইয়াকুব, সমাজ সেবক নুরুল আমিন, শেফা উদ্দিন ও শাহেদুল করিম ফাহাদ।
অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খুরুশকুল মারকাতুজ তাহযীব মহিলা হিফ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা শাকের উদ্দিন ইউনুছী। তিনি জানান,এখানে নাযেরা, হিফজ, দাওর ও আফটার স্কুল বিভাগ থাকবে। যার আলোকে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। যেখানে থাকবে আবাসিক-অনাবাসিক ও ডে-কেয়ার।
আলোকিত মানুষ গড়তে খুরুশকুল মারকাতুজ তাহযীব মহিলা হিফ্জ মাদরাসা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে প্রত্যাশা সবার।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc