আজ, রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় প্রবাসীদের অবদান ও করণীয় শীর্ষক প্রবাসী সোসাইটির সেমিনার 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় প্রবাসী সোসাইটির উদ্যোগে “প্রবাসীদের অবদান ও করণীয়” শীর্ষক সচেতনতা মূলক বিশেষ সেমিনার বৃহস্পতিবার সকালে চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়।
চকরিয়া প্রবাসী ফোরাম (সোসাইটি) এর সভাপতি হুমায়ুন কবির ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি- উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রমিজ উদ্দিন, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন মিয়া, ইসলামী ব্যাংক চকরিয়া শাখার সহ ব্যবস্থাপক গিয়াস উদ্দিন, প্রবাসী ফোরামের উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান ও ছাবের আহমদ। সভায় প্রবাসীদের বিভিন্ন দুঃখ দুর্দশা, সাফল্য ও সম্ভাবনার কথা তুলে ধরেন।