গত ২৪ ও ২৫ জানুয়ারী দৈনিক চকোরী, দৈনন্দিন, ইনানী, এনএনটিভিসহ বিভিন্ন পত্রিকা, অনলাইন চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে “চকরিয়ার চৌধুরী বাজারের প্রতিষ্ঠাতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, আহত ২” শীর্ষক প্রকাশিত সংবাদের একাংশ আমাদের দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে প্রচারিত আমাদের অংশ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত।
আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মারফতে জানতে পেরেছি চকরিয়া উপজেলা লক্ষ্যারচর ও কৈয়ারবিল ইউনিয়নের সীমান্তবর্তী ইসলামনগর ৭নং ওয়ার্ড নলবিলা দরগাহস্থ চৌধুরী বাজারের প্রতিষ্ঠাতা এম শামশুদ্দিন চৌধুরীর বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাটি কে বা কাহারা করেছে আমরা অবগত নই। যারাই এ ঘটনা করুক না কেন, প্রশাসনিক নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃট অপরাধীদের বিচার হোক। আমরা এ ঘটনায় নিন্দাও জানাই। কিন্তু আমাদের সাথে তাহাদের (এম শামশুদ্দিন চৌধুরীর) পরিবারের মধ্যে সামান্য কিছু বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। তা নিয়ে থানা ও আদালতে মামলা ও অভিযোগ হয়েছে, স্থানীয় শালিসও হয়েছে। কিন্তু ওই পূর্ববিরোধের সূত্র ধরে আমাদেরকে ফাঁসানোর জন্য এ ঘটনায় উদ্দেশ্য মূলকভাবে জড়ানো হচ্ছে, যাতে আমাদের কোন ধরণের সম্পৃক্ততা নেই। আমরা কোন ধরণের হামলার ঘটনাও করিনি। তাই আমরা প্রকাশিত সংবাদের আমাদের অংশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
মনিরুল ইসলাম ও হুমায়ুন কবির
পিতা নুরুল আবছার
সাং- দরগাহ পাড়া, ৭নং ওয়ার্ড, কৈয়ারবিল, চকরিয়া, কক্সবাজার।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc