চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিযায় দৈনিক ইত্তেফাক পত্রিকার ৭১ তম প্রতিষ্টাবার্ষিকী পালিত হয়েছে। ২৪ ডিসেম্বর দুপুরে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরীর সভাপতিত্বে ও ইত্তেফাক চকরিয়া সংবাদদাতা এম এইচ আরমান চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন, বাংলাদেশ কল্যাণ পাটির চেয়ারম্যান
ও কক্সবাজার-১(চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বীর প্রতীক জেনারেল
সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। এত আরো উপস্থিত থেকে প্রত্রিকার প্রকাশনাকে বেগবান করেছেন, চকরিয়া
পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মিজবাউল হক, চকরিয়া প্রেস ক্লাব সাবেক সভাপতি এম আর মাহমুদ, সাবেক সভাপতি আবদুল মজিদ, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক একে এম বেলাল উদ্দিন সাংবাদিক যত্রাক্রমে- বশির আল মামুন, এমএম হানিফ, সাইফুল ইসলাম খোকন,
জিয়াবুল হক, মকুল কান্তি দাশ, মনছুর আলম,শাহারিয়া বাপ্পী, এসএম হান্নান শাহ, জামাল হোছন, অলি উল্লাহ রনি, মনছুর মহসীন, জহিরুল আলম সাগর, মোস্তফা কামাল, রাহী, রুহুল কাদের, নুরুল আমিন টিপু,আবদুল করিম বিটুসহ বিভিন্ন কর্মরত সাংবাদিকবৃন্দ।##
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc