চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ঘোড়া প্রতিকে ভোট না দেওয়ার অজুহাত তুলে বৃদ্ধ আকবর আহমদ (৬০) ও তার দুই ছেলে মোর্শেদ আলম (৩৮) ও জমসেদ আলম (৩৫) কে পিটিয়ে জখম করেছে স্বতন্ত্র প্রার্থী মক্কি ইকবাল হোসেনের সমর্থকরা। বুধবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কৈয়াবিল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড খোজাখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পিতা ও দুই ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত বৃদ্ধ আকবর আহমদ জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতর্কিতভাবে মক্কি ইকবাল হোসেনের ৪-৫জন সমর্থক লাঠিসোটা নিয়ে ঘোড়া প্রতিকে ভোট না দেয়ার কথা বলে আমাদের উপর হামলা চালায়। এসময় স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরো বলেন, চশমা প্রতিকের পক্ষে কাজ করায় আমাদের উপর হামলা চালানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থ্যা নেয়া হবে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc