আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ার কোনাখালীতে বিদ্রোহী প্রার্থী দিদার চেয়ারম্যানের নেতৃত্বে নৌকা সমর্থকের উপর হামলা, আহত-৩

চকরিয়া অফিস:
কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল হক সিকদারের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী ৮ নভেম্বর বিকেলে ৭নং ওয়ার্ড পুরুইত্যাখালী টেকপাড়ায় এলাকায় নৌকার সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় নৌকা প্রতীকের  ৩ জন সমর্থক আহত হয়েছে। আহতরা হলেন, স্থানীয় টেকপাড়া গ্রামের মৃত ছাবের আহমদের আবুল হাসেম (৪৫), মৃত ফজল আহমদের পুত্র আমিনুল ইসলাম নবী (৫২), ২নং ওয়ার্ডের নতুনঘোনা গ্রামের মৃত কবির আহমদের পুত্র জামাল উদ্দিন(৪৮)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান দিদারুল হক সিকদার সহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৩০/৪০ জনকে অজ্ঞাতনামা আসামী দেখিয়ে এদিন রাতে চকরিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেন।

কোনাখালী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী  জাফর আলম ছিদ্দীকী তাঁর সমর্থকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তিনিও এঘটনায় বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান দিদারুল হক সিকদার সহ ৯ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৩০/৪০ জনের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওসমান গণি বলেন, কোনাখালীতে নৌকা সমর্থকদের হামলার ঘটনায় একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কার্যক্রমসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রকে নির্দেশনা দেওয়া হয়েছে।