আজ, শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



স্বামী-স্ত্রী পরিচয়ে বাসায় ওঠার ২৪ দিনের মাথায় মিলল দুজনের মরদেহ

সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার ২৪ দিনের মাথায় দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় ধামসোনা ইউনিয়নের পল্লীবিদুৎ ডেন্ডাবর এলাকার ফজর আলী বয়াতির বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃত মো. টুটুল (২৭) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে ও মারিয়া খাতুন (১৮) একই জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার বড় রাধানগর গ্রামের বাদল আলীর মেয়ে।

পুলিশ জানায়, ওই বাড়ির একটি ঘরে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যায় ঘরের দরজা ভেঙে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা সদ্যবিবাহিত বলে জানিয়েছেন বাড়ির ভাড়াটিয়া ও আশপাশের লোকজন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সফিউল্লাহ সিকদার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তারা ১৯ জুলাই স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই বাড়িতে বাসা ভাড়া নেন।’

তিনি আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানা যায়- মারিয়ার বাবা বাদল আলী স্থানীয় থানায় ২২ জুন মেয়ে নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। যতটুকু ধারণা করা যাচ্ছে, তারা আশুলিয়ায় এসে বিয়ে করেন। আর ঘটনাটি এখন পর্যন্ত আত্মহত্যা বলে মনে হচ্ছে।’