চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় সুদ ও মাদক-কারবারী এবং চেক/স্ট্যাম্প জালিয়াতির অভিযোগ এনে খদীজা বেগম নামের এক মহিলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগি ও স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৭ অক্টোবর) বিকালে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড জালিয়াপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাজিয়া, সালাহ উদ্দিন ও নাসির সহ বক্তারা বলেন, খদীজা বেগম নিজেকে বিগত সময়ে ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি পরিচয় দিয়ে সাবেক এমপি জাফরসহ স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় সব ধরণের অপরাধ ও অপকর্ম চালিয়ে যেতেন। আইনের কোনরুপ তোয়াক্কা না করে আর্থিক সংকটে থাকা মানুষদের সঙ্গে বিভিন্নভাবে প্রলোভনে ঋণের ফাঁদে ফেলে জোরপূর্বক ঋণগ্রহীতাদের প্রত্যেকের ব্যাংক একাউন্ট এর অলিখিত চেক ও অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করতেন। পরে এসব খালি চেক ও স্ট্যাম্প তার হেফাজতে রেখে দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করতেন সে। মূল টাকা পরিশোধ হওয়ার পরও তার কাছে রক্ষিত চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্প দ্বারা মোটা অংকের টাকার মূল্যবান ডকুমেন্ট/দলিল জালিয়তির মাধ্যমে সৃষ্টি করে আইনগত ব্যবস্থা গ্রহণের ভয়-ভীতি দেখিয়ে ঋণ গ্রহণকারীদের নিকট হতে মূল টাকার ওপরে চক্রবৃদ্ধি হারে সুদ গ্রহণ করে আসছেন। তার এ চক্রবৃদ্ধির যাতাকলে পড়ে ইতোপূর্বে অনেক পরিবার সর্বশান্তসহ বাস্তহারা ও গ্রাম ছাড়া হয়েছেন। কোন ব্যক্তি সুদ দিতে না চাইলে খদীজা বেগম নিজে ও তার পোষা বাহিনী দ্বারা সেই ব্যক্তিদের নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এবং মনে ভয়-ভীতি সৃষ্টি করে নানাবিধ অনৈতিক ও বেআইনি কার্যকলাপ দ্বারা ত্রাসের রাজত্ব কায়েম করে। ফলে মুখ খোলাসহ কোন ব্যবস্থা নিতে সাহস পান না কেউই। এদিকে, ছেনুয়ারা নামের আরেক ভুক্তভোগী জানান, খদীজা বেগম জমি দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৬ লক্ষ ৭০ হাজার টাকা নেওয়ার পরও এখনো আমাকে জায়গা বা আমার টাকা বুঝিয়ে দেয়নি। এবিষয়ে তার সাথে যোগাযোগ করলে উল্টো বিভিন্নভাবে হুমকি ধামকিসহ হয়রানি করে আসছে। আসমা খাতুন নামের আরেক ভুক্তভোগী বলেন, তার কাছ থেকে নেওয়া টাকা সুদে আসলে ফেরত দিলেও আমার থেকে নেওয়া খালি চেক ও স্ট্যাম্প ফেরত দেয়নি। পরে এসব খালি চেক ও স্ট্যাম্প ফেরত চাইতে গেলে আমাকে উল্টো হুমকি দেয় এবং তার কাছে রক্ষিত খালি চেক ও স্ট্যাম্প দেখিয়ে আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে সে। অন্যদিক, খদীজা বেগমের বিরুদ্ধে আয়োজিত এ মানববন্ধনে তার ভাসুর মোঃ কাসিম উপস্থিত হয়ে অভিযোগের সুরে বলেন, আজকে যার বিরুদ্ধে এ মানববন্ধন, সে সম্পর্কে আমার ছোট ভাইয়ের বউ। সে এতোবেশি জঘন্য তা বলার ভাষা আমার নেই। আমার ভাই একজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ছিলেন। ২০১৭ সালে প্রবাস থেকে দেশে আসেন আমার ছোট ভাই মো. হাসেম। তার সংসারে টাকা পয়সা থেকে শুরু করে কোন কিছুর কমতি ছিলো না। কিন্তু, আমার ছোট ভাইয়ের স্ত্রী সবকিছু নিজের করে নিতে টাকার লোভে পড়ে ২০১৭ সালে আমার ছোট ভাইকে হত্যা করে। তৎকালীন সময়ে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করার সুযোগ থাকলেও সাবেক সংসদ সদস্য জাফর আলমের বাঁধার কারণে কোন ধরনের আইনী পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারিনি। আমি আমার ভাই হত্যার বিচার দাবী করছি।
এ মানববন্ধন শেষে খদীজা বেগমের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ মিছিলও করেন স্থানীয় এলাকাবাসী।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc