আজ, বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



আইএলও’র পর্যটন উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ

আইএলও এর আইএসসি প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যটন উন্নয়ন, নারীদের অর্থনৈতিক উন্নয়ন  এবং যুব সমাজের দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়নে ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ নভেম্বর  হিমছড়ি সমবায় সমিতির কার্যালয়ে পর্যটকদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিতকরণে সীমাবদ্ধতা এবং ব্যবসার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আইএলও-আইএসইসি প্রকল্পের টিম লিডার ইব্রাহিম খলিল ভুইয়া,প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাব মাকসুদুল হক, সমবায় সমিতির সভাপতি মোঃ রশিদ এবং সদস্য আব্দুল মান্নানসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা পর্যটকদের আকৃষ্ট করতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা ও পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।