আজ, বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান নেই.. জেলা আমীর

নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোন স্থান নেই.. জেলা আমীর

আরাফাত সিকদার ঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্ম আমাদের কে দায়িত্ব প্রদান করেছে। আ’লীগ দীর্ঘ সাড়ে পনেরো বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করে দেশের সকল প্রতিষ্ঠান কে মেরুদণ্ডহীন করে দিয়েছে। জুলাই ২০২৪-এ ছাত্র -জনতার আন্দোলনের মাধ্যমে ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে তুলে দিয়েছে। এখন সকল গণতন্ত্রমনা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে দেশকে এগিয়ে নেওয়ার সময় হয়েছে। আ’লীগের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আমরা সকলকে সজাগ ও সচেতন ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি যেন নতুন বাংলাদেশে আর ফ্যাসিবাদ কায়েম হতে না পারে। জামায়াতে ইসলামী ঝিলংজা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ২২ অক্টোবর সন্ধ্যায় লিংক রোড ওয়েডিং পার্ক কমিউনিটি সেন্টারে সম্মেলন অনুষ্ঠিত হয়। ওয়ার্ড সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কক্সবাজার জেলা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা সাংগঠনিক সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা শফিউল হক জিহাদী, কক্সবাজার শহর আমীর আব্দুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, শহর সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল, সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল আলম বাহাদুর। স্থানীয় জামায়াত নেতা মোহাম্মদ জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি আরো বলেছেন, শেখ হাসিনা বলেছিল শেখের বেটি দেশ ছেড়ে পালায় না। এখন আমরা দেখছি শুধু শেখের বেটি না দলের নেতাকর্মীর সাথে বায়তুল মোকাররমের খতিব ও পালিয়ে গেছে। সাড়ে পনেরো বছরের জুলুম নির্যাতন, টাকা পাচার, ভোট ডাকাতি, ব্যাংক লোপাটসহ সকল অপকর্মের বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি আরো বলেন, জামায়াতের ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। জামায়াত চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ চালিয়ে যাচ্ছে। দেশ পুনর্গঠনের সরকার কে সহযোগিতা করছে। সাড়ে পনেরো বছরের আওয়ামী দুঃশাসনে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে জামায়াতে ইসলামী। আমি সর্বস্তরের নেতাকর্মী কে ধৈর্য, সাহসিকতা ও বুদ্ধিমত্তার সহিত দেশ গঠনে ভূমিকা পালন করার আহ্বান জানাচ্ছি।