চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার ইলিশিয়া বাজারে তেলের ডিলার (ডিজেল, কেরোসিন, অকটেন) মেসার্স হারুণ এন্ড ব্রাদার্স তেলের দোকানের পিকআপ গাড়ী চালক জিয়াউদ্দিন মুফিজ প্রকাশ মুফিজ ড্রাইভার তেল ক্রয়ের জন্য রক্ষিত সাড়ে ৭লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। ১৪ জুলাই সকালে ঘটেছে এ ঘটনা। এঘটনায় ইলিশিয়া বাজারে মেঘনা পেট্রোলিয়াম তেলের ডিলার ঢেমুশিয়া আম্মার ডেরা ৮নং ওয়ার্ডের বাসিন্দা মোজাহেরুল হকের পুত্র মোঃ হারুন বাদী হয়ে গাড়ী চালক মুফিজকে আসামী করে থানায় এজাহার জমা দিয়েছেন।
জানাগেছে, ইলিশিয়া বাজারে তেলের ডিলার (ডিজেল, কেরোসিন, অকটেন) মেসার্স হারুণ এন্ড ব্রাদার্স তেলের দোকান রয়েছে ঢেমুশিয়ার বাসিন্দা প্রতিষ্টিত ব্যবসায়ী মোঃ হারুনের। উক্ত ব্যবসায়ীর মালিকানাধীন ডাইনা পিক-আপ গাড়ী নং- চট্টমেট্রো-ড-১১-০৫৯০ যোগে চট্টগ্রাম মেঘনা পেট্রোলিয়াম লিঃ হতে তেল কিনে আনার জন্য ১৪ জুলাই ভোর সকাল সাড়ে ৫টায় ইলিশিয়া বাজার থেকে নগদ ৭লাখ ৬০হাজার টাকা ব্যাগে ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেন। সাথে ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজিজুল হক, গাড়ীর নিজস্ব ড্রাইভার জিয়াউদ্দিন মোঃ মুফিজ ও হেলপার সাজ্জাদ হোছাইন।এদিন সকাল সাড়ে ৮ ঘটিকার সময় আসামী গাড়ী চালিয়ে পটিয়া কমল মুন্সির হাটে পৌঁছে গাড়ী থামিয়ে নাস্তা করার জন্য গাড়ী থেকে নামেন। সাথে থাকা দোকানের ম্যানেজার ও গাড়ীর হেলপারকে খাবার হোটেলে বসিয়ে রেখে গাড়ীর ভেতর থেকে তেল ক্রয়ের জন্য রক্ষিত ৭লাখ ৬০ হাজার টাকার ব্যাগ নিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় দীর্ঘদিনের বিশ্বাস জন্মানো প্রতারক গাড়ী চালক মুফিজ। পরে তেল আনতে গিয়ে সাথে থাকা দোকানের ম্যানেজার ও হেলপার গাড়ীর পাশে গিয়ে দেখেন চালকও নেই, টাকাও নেই। অভিযুক্ত গাড়ী চালক জিয়াউদ্দিন মুফিজ প্রকাশ মুফিজ ড্রাইভার পশ্চিম বড়ভেওলা ইউপি ইলিশিয়া বাজার নাপিতপাড়া গ্রামের জহিরুল ইসলাম প্রকাশ জহির ড্রাই্ভারের পুত্র।
সাথে থাকা মেসার্স হারুণ এন্ড ব্রাদার্স ডিলারের ম্যানেজার আজিজুল হক মহেশখালী উত্তর নলবিলা গ্রামের মুফিজুর রহমানের পুত্র ও গাড়ীর হেলফার সাজ্জাদ হোসেন লক্ষ্যারচর জিদ্দাবাজার গ্রামের মনজুর আলমের পুত্র। তারা জানিয়েছেন, হোটেলে নাস্তা করার ফাঁকে ড্রাইভার মুফিজ সুকৌশলে হোটেল থেকে বের হয়ে গাড়ীর দরজা খুলে তেল ক্রয়ের জন্য নিয়ে যাওয়া গাড়ীর ভেতরে রক্ষিত ৭লাখ টাকা নিয়ে গাড়ী ফেলে পালিয়ে গেছে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, লিখিত অভিযোগটি পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc