আজ, সোমবার | ২৪শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ



চকরিয়ায় পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক কলহের জেরধরে মোহাম্মদ শোয়াইব (২২) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মগঘোনা (জমিদার পাড়া) গ্রামে বুধবার (৫জুন) ভোর ৪টার দিকে ঘটেছে এ ঘটনা। সে ওই এলাকার মোহাম্মদ কালুর পুত্র।

পরিবার ও স্থানীয় সূত্রে জানাযায়, কিছুদিন পূর্বে পরিবারের সাথে মনোমালিন্য হলে পরিবার নিয়ে সরকারি আশ্রয় কেন্দ্রে চলে যায় মোহাম্মদ শোয়াইব।
জমিদার পাড়া, মগঘোনা গ্রামের সরকারি একটি আশ্রয় কেন্দ্রে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন স্বামী-স্ত্রী দুইজন।
পারিবারিক কলহের জের ধরে স্ত্রীসহ পরিবারের সদস্যদের অগোচরে একটি কক্ষের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে মোহাম্মদ শোয়াইব। পরিবারের সদস্যরা সকালে ঘুম থেকে ওঠে দেখতে পান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার দৃশ্য।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের প্রাথমিক সুরতহাল করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। এবিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।##