কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইট ও নববর্ষ বরণে থাকছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা – আপেল মাহমুদ,অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন।
মোঃ নূরের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে একেএম রিদওয়ানুল করিমের প্রতিবেদন।
https://fb.watch/p7IBxzMhK7/?mibextid=Nif5oz
বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন নগরী কক্সবাজারের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন ও প্রসারের লক্ষে পর্যটকদের নিরাপত্তার কথা সর্বাধিক গুরুত্ব দিয়ে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। সামাজিক অবক্ষয়ের হাত থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টি ও আইনের আওতায় আনার মাধ্যমে অনৈতিক কর্মকান্ড রোধকরণসহ পর্যটকদের নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের নব নিযুক্ত অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
আসন্ন নববর্ষ ২০২৪ বরণ উপলক্ষে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে কক্সবাজার পর্যটন এলাকায় নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, থার্টি ফার্স্ট নাইটে লক্ষাধিক পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবে। তাই ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নে করতে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আপেল মাহমুদ।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc