আজ, বৃহস্পতিবার | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ



সদর থানার এএসআই মোঃ আশরাফ রিদওয়ানের হারানো মোবাইল ফিরিয়ে দিলেন

নিজস্ব প্রতিবেদক ঃ বেতার চাকরিজীবী একেএম রিদওয়ানুল করিমের ৪ মাস পূর্বে হারিয়ে যাওয়া মোবাইল (রেডমি নোট ৮) অবশেষে উদ্ধার করে মালিককে হস্তান্তর করেছেন সদর থানা। ২৮ এপ্রিল রাত ৮ ঘটিকায় মোবাইলটি হস্তান্তর করেছেন সদর থানার এএসআই মোঃ আশরাফ। মোবাইলের প্রকৃত মালিক রিদওয়ান জানান, তার মোবাইল সেট বিগত ৪ মাস পূর্বে ঢাকা যাত্রা পথে চকরিয়া পৌছার আগেই হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার পর কক্সবাজার  সদর থানা জিডি নং ১৩৮২ তারিখ  ২২/১২/২১ দায়ের করেন। এরই প্রেক্ষিতে মোবাইলটি উদ্ধারের দায়িত্ব দেয়া হয় এ এসআই আশরাফকে। সেই থেকে মোবাইলটি উদ্ধার চেষ্টা করে আসছিলেন দায়িত্ব প্রাপ্ত অফিসার আশরাফ। আজ ২৮ তারিখ বিকাল ৪ টায় সে এএসআই ফোন করে জানান তার মোবাইলটি উদ্ধার হয়েছে, এসে নিয়ে যাবেন। অবশেষে রাতেই মোবাইলটি হস্তান্তর করেন এএসআই মোঃ আশরাফ। অল্প সময়ে মোবাইলটি উদ্ধার করায় মালিক রিদওয়ান দায়িত্ব প্রাপ্ত পুলিশের চৌকস ও সৎ  অফিসার আশরাফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এএসআই আশরাফ জানান, তথ্য প্রযুক্তির সমস্যার কারণে মোবাইল উদ্ধার করতে কিছুদিন বিলম্বিত হয়। আমরা সহসাই আরো হারানো মোবাইল তাড়াতাড়ি উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।