আজ, মঙ্গলবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ



জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ

 

 

নিজস্ব প্রতিনিধি ঃ

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদদের স্মরণে বিজয়ের ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালন উৎসবে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে কক্সবাজার জেলার অন্যতম শিক্ষা ও সমাজসেবামূলক যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি এ কে এম রিদওয়ানুল করিম , সদস্য ও আলোর প্রতিভা মানবিক কল্যাণ ফোরামের সভাপতি এস এম ডি মনির মিয়া, সদস্য আলোর প্রতিভার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সহ- সভাপতি জাহেদুল আলম, মোহাম্মদ জাহেদ আলী, খোরশেদুল আলম খোকা, সাংগঠনিক সম্পাদক সারওয়ার সাকিব, অর্থ-সম্পাদক কেশব কর্মকার জেলা সদস্য বাপ্পু কর্মকার, ছোটন শর্মা ইউনিয়ন সদস্য রিয়াদ, মারুফ, ছলিম, সাকিব প্রমুখ।
এ সময় সভাপতি একেএম রিদওয়ানুল করিম বলেন, বিজয়ের আজ ৫০ বছর সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে, বিজয়ের এই দিনে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলাদেশের উন্নয়নে যুব সমাজকে নিয়ে সমাজ বিনির্মাণে প্রত্যেক সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে।