বাদী পক্ষের ফাইলিং আইনজীবী এডভোকেট এস.এম. ছাইফুল্লাহ খালেদ এ তথ্য নিশ্চিত করেন।
বাদী পক্ষের আইনজীবী জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) সিআর-১৬৩/২৩ মামলার ধার্য তারিখ ছিল। বাদি ও বিবাদী পক্ষের সকলেই হাজির ছিলেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত ৪৬৭ এবং ৪৬৮ ধারায় ১ থেকে ৬ ও ১১ নং আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। বাকি ৭ জন আসামির জামিন মঞ্জুর করেন।
জেল হাজতে প্রেরণ করা আসামীরা হলেন, তৈাহিদুল ইসলাম কাজল (৫৩), আসমাউল হুসনা (৪৫),সাবিহা জান্নাত বাপ্পী (৪০), সানজিদা ইসলাম (৩৬), শেখ রাশেদুল ইসলাম (৩৬), শেখ রৌশন জামাল রুজি (২৬) ও নুরুল ইসলাম (৪০)।
জামিন পাওয়া আসামীরা হলেন-মোহাম্মদ ফরিদুল আলম (৪৭), কফিল উদ্দিন (৪৮), মোহাম্মদ ইসমাইল (৪৭), আবদুল হামিদ (৪৯), নিলুফা খানম (৪২),মেজবাহ উদ্দিন হেফাজ (৪৭) ও মোহাম্মদ জহির (৫৯)।
বাদি কায়েস উদ্দিন জানান, এটা একটি আলোচিত মামলা। মেডিকেল গেইট স্টেশনের কাছে একটি জায়গা জোর করে বেচা-কেনায় লিপ্ত হয় বিবাদী পক্ষ। তারা ধনে বলে বলিয়ান এবং ক্ষমতাশালী বক্তি। খতিয়ানে আপোষ বন্টনে উল্লেখ জায়গায় বিবাদী পক্ষের কোন দখল না থাকা সত্ত্বেও এলাকায় প্রভাব বিস্তার করে জাল-জালিয়াতির মাধ্যমে বাদি পক্ষের ১৮৪৯ খতিয়ানভূক্ত জমি বিবাদী পক্ষ যোগসাজশে ক্রয়-বিক্রয়ে লিপ্ত হয়ে ত্রাসের সৃষ্টি করেন।