আজ, বুধবার | ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ



এ যেন অভূতপূর্ব প্রতিবাদ সভা /শোক সভা

চকরিয়ায় পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার সমর্থনে তথা শহীদ নাসির উদ্দিনের পত্নী ফারহানা আফরিন মুন্নার নির্বাচনী পথ রবিবার সান্ধায় অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ সহ এলাকার সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পথসভাকে জনসভায় পরিণত করেছে।

স্থানীয় নেত্রী বৃন্দগণ  জনসভাকে শোকসভায় পরিণত করেন। বক্তরা তাদের বক্তব্যে নাসির উদ্দীন নোবেলের হত্যার প্রতিশোধ নিতে আগামী ২৮ নভেম্বরের অনুষ্টেয় নির্বাচনে নৌকা প্রতীকে রায় প্রদান করে ফারহানা আফরিন মুন্না কে বিজয়ী করার অনুরোধ করেন। এ সময় উপস্থিত হাজার হাজার জনতা বিক্ষোভ প্রকাশ করেন এবং নৌকা নৌকা শ্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তুলেন। স্থানীয়নরা জানান জীবিত নাসিরের চেয়ে মৃত নাসির অনেক শক্তিশালী ২৮ তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তা বুঝিয়ে দিবেন।