রিদওয়ানুল করিম ঃ
কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. জিল্লুর রহমান।
৩৬ তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত ১৮ অক্টোবর এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। এর পূর্বে তিনি নওগাঁ ও কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামে মীরসরাই।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে কুতুবদিয়া আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরের জামান চৌধুরী নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দারসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মো. জিল্লুর রহমান জানান, আজ মঙ্গলবার যোগদান করেছেন তিনি। পূর্বের ধারাবাহিকতা অব্যাহত রেখে ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, জবাবদিহিতামূলক ও সহজীকরণ সেবা নিশ্চিতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি প্রতিশ্রুতি প্রদান করেন৷ সর্বশেষ কুতুবদিয়ার সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী সফলভাবে দায়িত্ব পালন শেষে চাঁদপুরে বদলী হওয়ার পর অবশেষে তাঁর শূন্যস্থান পূরণ করলেন মোঃ জিল্লুর রহমান।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc