আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



টিপু চেয়ারম্যান অসুস্থ

রুহুল কাদের মানিক ঃ

ঝিলংজা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আগামী ১১ নভেম্বর ২০২১ ইংরেজি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঝিলংজা ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী‚ জনাব টিপু সোলতান গুরতর অসুস্থ হয়ে কক্সবাজার সদর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তার ছোট ভাই মুন্না চৌধুরী খবরটি নিশ্চিত করেন। তিনি আরও জানান চিকিৎসাধীন চেয়ারম্যান ঝিলংজাবাসীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেন।

কক্সবাজার -৩ আসনের মাননীয় সাংসদ সাইমুম সরওয়ার কমল খবর পেয়ে সদর হসপিটালে আসেন।এ সময় তিনি চিকিৎসারত চেয়ারম্যান টিপু সোলতানের খোঁজ খবর নেন। মাননীয় সাংসদ কর্তৃপক্ষের সাথে ও কথা বলেন এবং প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ রাজনৈতিক সহকর্মী উপস্থিত ছিলেন। ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন এলাকার শত শত জনতা হসপিটাল এলাকায় ভিড় জমান।