আবদুল মজিদ:
কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে রুদ্ধশ্বাস অভিযানে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।’ এসময় নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় মাদককারবারিরা।
রবিবার (২৮ এপ্রিল) রাত ১০টা থেকে সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত উপজেলার খুটাখালীস্থ বহলতলী নদীর মোহনায় এ অভিযান চালানো হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘বিপুল ইয়াবা পাচার হচ্ছে- এমন খবর পেয়ে পুলিশের একাধিক টিম নিয়ে জেলের ছদ্মবেশে অভিযান চালানো হয়। অভিযানকালে মাদক পাচারকারীদের ট্রলারটি ধাওয়া করলে পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। জানতে পেরেছি ইয়াবা পাচারকারী দলের নেতা ঈদগাঁও উপজেলার পোকখালী এলাকার বদিউল আলমের ছেলে শাহজাহানও নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘মাদক পাচারকারীদের ফেলে যাওয়া ট্রলারটি জব্দ করা হয়। ট্রলারে তল্লাশি করে ইয়াবা ভর্তি মাঝারি সাইজের ৫টি ড্রাম উদ্ধার হয়। যেখানে ১২ হাজার ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩৭ কোটি ৫০ লাখ টাকা।’
উদ্ধারকৃত ইয়াবার তথ্য নিয়ে বিকাল ৫টায় কক্সবাজারে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুল ইসলাম সংবাদ সম্মেলন করেন। কক্সবাজার জেলা পুলিশের এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ইয়াবার চালান। কক্সবাজার থেকে চকরিয়ায় ফিরে মাদক উদ্ধার নিয়ে মামলা হবে বলেও ওসি শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc