আজ, শনিবার | ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ



শূন্য থেকে কোটিপতি ওরা ৪ ভাই প্রশাসনের নজরদারি প্রয়োজন শীর্ষক সংবাদের প্রতিবাদ

গত ৩ ফেব্রুয়ারী দৈনিক গণসংযোগ পত্রিকার শেষের পাতায় শূন্য থেকে কোটিপতি ওরা ৪ ভাই প্রশাসনের নজরদারি প্রয়োজন শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোছর হয়েছে। প্রকাশিত উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, সাজানো এবং ষড়যন্ত্রমূলক, মূলত আমরা চার ভাইকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সংবাদটি ছাপানো হয়েছে। মূল ঘটনা বিগত ১৭ জানুয়ারী ২০২৪ তারিখ আমাদের ভাই ব্যবসায়ী দেলোয়ার গরু ব্যবসার ১৫ লাখ টাকা নিয়ে নিএনজি যোগে বাড়ি ফেরার পথে রামু এন আলম ফিলিং স্টেশন এর সামনে আসলে রামু চাকমারকুল ইউনিয়নের মৃত কবির আহম্মদের পুত্র চাকমারকুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাছির সিকদারের দুই ভাই এলাকার নামকরা সন্ত্রাস, চিনতাইকারী, ইয়াবা ব্যবসায় জড়িত সাদ্দাম হোসেন ও শাহনেওয়াজ সিএনজি থামিয়ে ১৫ লাখ টাকা চিনতাই করে নিয়ে যায়। যা পরবর্তীতে চিনতাইয়ের উক্ত ঘটনার ভিডিওসহ সংবাদ বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে সংবাদ প্রকাশ হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে আমরা মামলাও দায়ের করেছি । টাকা চিনতাইয়ের এ ঘটনা ধামাচাপা দেয়ার জন্য তারা মারধরের নাটক সাজিয়ে মিথ্যা মামলাও রুজু করেছে। মূলত ১৫ লক্ষ টাকা হজম করার জন্য উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদটি প্রকাশ করেছে যা শাখ দিয়ে মাছ ঢাকা ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা ছাড়া বৈকি আর কিছু নয়। এখানে বলাবাহুল্য আমাদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ পত্র দৈনিক গণ সংযোগ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে জাহেদুল হাসান নামের এক ব্যক্তি বিগত কয়েকদিন ধরে টাকা চিনতাইয়ের উক্ত ঘটনার বিষয়ে চিনতাইকারীদের পক্ষ নিয়ে আমাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার হুমকি দিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। আমরা ঐ সাংবাদিককে চাঁদা না দেয়ায় অনেকগুলো মিথ্যা তথ্য উপস্থাপন করে সংবাদটি প্রকাশ করেছে। যা আমাদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা করা হয়েছে। আমরা ৪ ভাই সামাজিকভাবে প্রতিষ্ঠিত এবং আমাদের বিভিন্ন ব্যবসা বানিজ্য রয়েছে। তাছাড়া আমরা দীর্ঘদিন ধরে বিদেশে ছিলাম। সংবাদে আমাদেরকে মাদক বিক্রি করে কোটিপতি হয়েছি বলে দাবী করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাংবাদিককে এ ধরনের কথিপয় হলুদ সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের অনুরোধ জানাচ্ছি। অন্যতায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। এ ধরনের মিথ্যা কাল্পনিক সংবাদে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

নবাব মিয়া- খামার ব্যবসায়ী,
সিরাজ কোম্পানি – সাধারণ সম্পাদক, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি, সদর উপজেলা শাখা,
মনছুর আলম-খামার ব্যবসায়ী, দেলোয়ার হোসেন কোম্পানি।
সর্ব সাং ঝিলংজা, খরুলিয়া, খামার পাড়া, সদর উপজেলা, কক্সবাজার।