আবদুল মজিদ:
কক্সবাজারের চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ তসলিমা বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ২০হাজার পিস সহ তাকে গ্রেফতার করা হয়। তসলিমা কাকারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড উত্তর লোটনী গ্রামের মো.জাহেদ হোসেনের স্ত্রী।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাতে অভিযান চালিয়ে বিক্রির জন্য মজুদ রাখা ২০ হাজার পিস ইয়াবাসহ তসলিমা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। টেকনাফ থেকে আনা এসব ইয়াবা স্থানীয়ভাবে আশেপাশের এলাকায় বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুদ রাখা হয়েছে।ইয়াবা ট্যাবলেট গুলো মোটরসাইকেলের সিট ও খাটের নিচে লুকিয়ে রাখা হয়।
চকরিয়া-পেকুয়া সার্কেলের এএসপি এসএম রাকিব উর রাজা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, ইয়াবা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
© 2021 - All Rights Reversed Coxs TV | Web Developed by Hostbuzz Inc